মো. আব্বাস উদ্দীন, মণিুুরামপুর: মণিরামপুরে বোরো মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে উপজেলা খাদ্য গুদামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার, মণিরামপুর উপজেলা খাদ্য গুদাম ইনচার্জ এ.এস.এম মঞ্জুরুল আলমসহ বিভিন্ন ব্যবসায়ী, চাতাল মালিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, চলতি বছর মণিরামপুর উপজেলায় সরকারিভাবে চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪০১ মেট্রিক টন। যা ৪১ টি রাইস মিল মালিক ও চাতাল মালিকের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ক্রয় করা হবে। পক্ষান্তরে ধান ক্রয় করা হবে ৮৬৩ মেট্রিক টন। যা কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ক্রয় করা হবে।
এ দিকে কৃষকদের তালিকা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে উপজেলা খাদ্য গুদামে প্রদানের সিদ্ধান্ত হলেও এ পর্যন্ত কোন তালিকা খাদ্য অফিসে পৌঁছায় নি। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার জানান, সবে মাত্র তিন থেকে চার দিন হলো প্রজ্ঞাপনটি জারি হয়েছে। ১৫-১৬জন কৃষক আবেদন করেছেন। আগে আসলে আগে তালিকাভুক্ত হবেন এই হিসেবে যে সব কৃষক আবদেন করবে তাদের তালিকা যত দ্রুত আমরা পাঠিয়ে দেব। উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী বলেন, কৃষকরা যাতে সরাসরি খাদ্য গুদামে ধান বিক্রয় করতে পারেন তার জন্য মনিটরিং করা হবে।
মণিরামপুরে সরকারিভাবে ধান ও চাল ক্রয় কার্যক্রম উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/