মে ২৬, ২০১৯
মণিরামপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ ইউপি সদস্য আটক
![]() মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউপি’র ৫নং ওয়ার্ডের মেম্বর দেবু সরকারকে ইয়াবাসহ আটক করেছে র্যাব। শনিবার (২৫ মে) রাতে র্যাব-৬ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে স্থানীয় হোগলাডাঙ্গা দাখিল মাদরাসার সামনে থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দেবু সরকার উপজেলার কুমারসীমা গ্রামের জনার্ধন সরকারের ছেলে। রোববার (২৬ মে) সকালে মামলা দিয়ে র্যাব তাকে মণিরামপুর থানায় সোপর্দ করেছে। 5,927,275 total views, 684 views today |
|
|
|