Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য : পরিচ্ছন্ন, সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, পরিচ্ছন্ন, সন্ত্রাস ও মাদকমুক্ত মণিরামপুর উপজেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলার আইন-শৃংখলা ঠিক রাখতে সকলের একযোগে কাজ করতে হবে। সরকার দেশের সাধারন মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে শুধু সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি চেয়ে থাকলে হবে না। নিজেদেরও এ ব্যাপারে সজাগ থাকতে হবে। সন্ত্রাস ও মাদককারবারিদের প্রতি সরকার জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। কেউ এসব কাজে জড়িত থাকলে, সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন-তাকে ছাড় দেয়া হবে না। বৃহস্পতিবার (২৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃংখলা কমিটির সভা, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি উপকরণ বিতরণ, উপজেলা প্রকল্প বাস্তরায়ন অফিসের ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৃথক এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকতা আহসান উল্লাহ শরিফী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিরক কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ বায়োজিত। এসময় প্রধান অতিথি আরও বলেন, দেশে অভাব-অনটন ঘোছাতে ও গরীব-অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে সরকার নানমূখী উদ্যোগ গ্রহণ করেছে। শহরের সকল নাগরিক সুবিধা গ্রামে পৌছে দিতে সরকার ইতোমধ্যে প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন করছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে জননেত্রী শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। ইতোমধ্যে জননেত্রী শেখ হাসিনা দেশেকে বিশ্ব দরবারে উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, কাজী জলি আক্তার, ওসি (সার্বিক) রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকতা মনিরা খাতুন, উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অরুণ কুমার নন্দন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গাজী মোহাম্মদ আলী, শামছুল হক মন্টু, আবুল হোসেন, মণিরুজ্জামান মনি, গাজী মাযাহারুল আনোয়ার, মশিয়ূর রহমান, শেখর চন্দ্র রায়, নিস্তার ফারুক, নজমুস সাদাত, আহাদ আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধিসহ আইনশৃংখলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version