মে ২৪, ২০১৯
মণিরামপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য : পরিচ্ছন্ন, সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, পরিচ্ছন্ন, সন্ত্রাস ও মাদকমুক্ত মণিরামপুর উপজেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলার আইন-শৃংখলা ঠিক রাখতে সকলের একযোগে কাজ করতে হবে। সরকার দেশের সাধারন মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে শুধু সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি চেয়ে থাকলে হবে না। নিজেদেরও এ ব্যাপারে সজাগ থাকতে হবে। সন্ত্রাস ও মাদককারবারিদের প্রতি সরকার জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। কেউ এসব কাজে জড়িত থাকলে, সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন-তাকে ছাড় দেয়া হবে না। বৃহস্পতিবার (২৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃংখলা কমিটির সভা, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি উপকরণ বিতরণ, উপজেলা প্রকল্প বাস্তরায়ন অফিসের ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 8,549,346 total views, 16,678 views today |
|
|
|