নূরুন্নবী ইমন, রমজাননগর: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালীর মো. ময়না মোল্যার বাড়ি সংলগ্ন এলাকায় ব্যক্তি মালিকানাধীন পানি তোলার গেট ভেঙে কালিন্দি নদীর পানি ঢুকছে লোকালয়ে। এতে ইতোমধ্যে চারটি পুকুরসহ বেশ কয়েকটি ঘের প্লাবিত হয়েছে। সংস্কার করা না হলে অন্তত তিনটি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা করছে এলাকাবাসী।
সোমবার (৬ মে) সরজমিনে গিয়ে দেখা যায়, প্রচ- পানির চাপে গেটটি ভেঙে গেছে। এই ভাঙন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
এলাকাবাসী জানান, গেটটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিলো। এর আগেও গেট দিয়ে পানি প্রবেশ করায় এলাকা প্লাবিত হয়েছিল। বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোন কাজ হয়নি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডর এসও মাসুদ রানা বলেন, গেটটি সংস্কারের ব্যবস্থা করা হয়েছে।