কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের স্নাতক (পাস) কোর্সের ফলাফলে শতকরা ৭৪ ভাগ শিক্ষার্থী পাশ করেছে। সম্প্রতি প্রকাশিত এই ফলাফলে জানা যায়, ১৯জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪ জন। সিজিপিএ ৪ পয়েন্টের মধ্যে উত্তীর্ণের ১ জনের পয়েন্ট ৩ এর উপরে আর অন্যরা ৩ এর কাছাকাছি।
এর আগে ২০১৩-১৪ সালে ৯ জন পরীক্ষার্থীর মধ্যে সিজিপিএ ৩ এর উপর পয়েন্ট নিয়ে ৩ জন উত্তীর্ণ হয়।
উপজেলার প্রান্তিক অঞ্চলের এ প্রতিষ্ঠানটির অভাবনীয় সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের কৃতিত্ব দিয়েছে উত্তীর্ণ শিক্ষার্থীরা। আর শিক্ষকরা জানিয়েছেন- নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টায় শিক্ষার্থীদের পাঠদান করার ফলশ্রুতি এটি। ভবিষ্যতে শিক্ষা বিষয়ক সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন।