Site icon suprovatsatkhira.com

বেনাপোলে মুক্তিযোদ্ধা বজলুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শার্শা প্রতিনিধি: বেনাপোলের বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান আর নেই।
শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ৭ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বজলুর রহমান বেনাপোল নাগরিক কমিটির আহবায়ক মাস্টার মো. শহীদুল্লা’র বড় ভাই।
শুক্রবার জুম্মা নামাজের পর দৌলতপুর নিজ গ্রামে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস দল ীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার অনুষ্ঠানে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরীন কান্তা উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজে অংশ নেন, বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী শামছুর রহমান, বেনাপোল নাগরিক কমিটির আহবায়ক মাস্টার মো. শহীদুল্লাহ, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পুটখালি ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, যশোর সেচ্ছাসেবক লীগের নেতা লুৎফুল কবীর বিজু, আবুল মোড়ল, অহিদুজ্জামান দুদু, আলতাফ হোসেন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version