Site icon suprovatsatkhira.com

বেনাপোলে ট্রাকসহ দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক

বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে অবৈধভাবে আমদানি ও চোরাচালানের প্রায় দেড় কোটি টাকার পণ্য আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুটি পণ্যবাহী ট্রাকও আটক করা হয়েছে। শুক্রবার (১০ মে) দুপুরে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্ত ও যশোর-বেনাপোল মহাসড়কের নতুন হাটে তল্লাশি চালানো হয়। এসময় ভারত থেকে আমাদানি পণ্যের আড়ালে অবৈধভাবে নিয়ে আসা ৪ হাজার ৫৩০ কেজি বিট লবণ ও ১৪ হাজার ৫৫০ কেজি ফিটকিরিসহ দুটি ট্রাক আটক করা হয়।
এছাড়া, অপর একটি অভিযানে শাড়ি, থ্রি পিস, চা পাতা, কসমেটিকস, মোবাইল, শিশুদের খেলনা, ওষুধ, হরলিক্স ও চকলেট আটক করা হয়। আটক পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৪৩ লাখ ৯৫ হাজার ১১০ টাকা।
বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, আটক মালামাল বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version