আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় বজ্রপাতে আসমা খাতুন নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকাল ৪টার দিকে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসমা শ্বেতপুর গ্রামের আমিনুর রহমানের মেয়ে। সে বুধহাটা বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্র জানায়, বিকালে বাড়ির পাশের বিল থেকে দাদির সাথে গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে নিহত হয় সে।