ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চা পাতা, কীটনাশক, গরু, ফেনসিডিল ও মদ জব্দ করেছে। শনিবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টায় মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালী থেকে ৬০ হাজার টাকা মূল্যের ১৫০ কেজি ভারতীয় চা পাতা, রাত ৯টায় হিজলদী বিওপির সদস্যরা হিজলদী মাঠ থেকে ২৩ হাজার ৪০০ টাকা মূল্যের ৬৩ প্যাকেট ভারতীয় কীটনাশক, রাত সাড়ে ১০টায় কুশখালী বিওপির সদস্যরা কৈখালী থেকে ১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় একটি গাভী ও একটি বাছুর জব্দ করে।
এদিকে, রাত দেড়টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা কাকডাংগা বাজার থেকে ১৮ হাজার ৮০০ টাকা মূল্যের ৪৭ কেজি ভারতীয় চা পাতা ও শনিবার সকাল সাড়ে ৭টায় ভোমরা বিওপি’র সদস্যরা ঘোষপাড়া আমবাগান থেকে ৪ হাজার টাকা মূল্যের ১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩ হাজার টাকা মূল্যের ভারতীয় দুই বোতল মদ জব্দ করে।