ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় বাই সাইকেল, চা পাতা ও তালাচাবি জব্দ করেছে। শুক্রবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টায় তলুইগাছা বিওপির সদস্যরা কেরাগাছি কাঁচা রাস্তা থেকে ৭ হাজার টাকার একটি ভারতীয় বাই সাইকেল এবং ৪ হাজার ৫শত টাকার ১৫ টি ভারতীয় তালাচাবি জব্দ করে।
এছাড়া শুক্রবার ভোর ৪টায় ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা বোয়ালিয়া ইটের সোলিংয়ের রাস্তার উপর থেকে ৬০ হাজার টাকার ২০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে। তবে, এসব অভিযানে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।