ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, গরু, পঁচা গরুর মাংস এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে। মঙ্গলবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টায় মাদরা বিওপির সদস্যরা চান্দা মাঠ থেকে ৪০ হাজার টাকা মূল্যের ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল, একই দিন ভোর সাড়ে ৪টায় একই বিওপি’র সদস্যরা কালিবাড়ী থেকে ৮০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় গরু জব্দ করে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় কুশখালী বিওপি’র সদস্যরা কুশখালী মাঠ থেকে ৪১ হাজার ৬৪০ টাকার বিভিন্ন প্রকার মালামাল ও মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হিজলদী বিওপি’র সদস্যরা তালতলা থেকে ৪ হাজার টাকা মূল্যের আট কেজি ভারতীয় পচাঁ গরুর মাংস জব্দ করে।