ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় পলিথিন, গাঁজা, শাড়ী, বাই সাইকেল ও চা পাতা জব্দ করেছে। শুক্রবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ৩টায় বাকাল চেক পোস্টের সদস্যরা যাত্রীবাহী লেগুনা তল্লাশী করে ৪ হাজার টাকা মূল্যের ২০ কেজি ভারতীয় পলিথিন, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা কেড়াগাছি মাঠ থেকে ২ হাজার ৪৫০ টাকা মূল্যের ৭শ গ্রাম ভারতীয় গাঁজা, রাত ৮টায় একই বিওপি’র সদস্যরা গাড়াখালী মাঠ থেকে ৪০ হাজার টাকা মূল্যের ১৬ টি ভারতীয় শাড়ী ও শুক্রবার ভোর সাড়ে ৪টায় একই বিওপি’র সদস্যরা কাকডাংগা বাজার থেকে ৭ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় বাই সাইকেল জব্দ করে।
এদিকে, পৃথক অভিযানে ভোর সাড়ে ৪টায় কুশখালী বিওপির সদস্যরা ছয়ঘরিয়া মাঠ থেকে ৮ হাজার টাকা মূল্যের ২০ কেজি ভারতীয় চা পাতা ও তলুইগাছা বিওপি’র সদস্যরা কেড়াগাছি থেকে ৭ হাজার টাকা মূল্যের একটি বাই সাইকেল ও ১২ হাজার টাকা মূল্যের ৩০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে।