ফিংড়ী প্রতিনিধি: সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে প্রাক-বাজেট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে) সকাল ১০টায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে ও অগ্রগতি সংস্থার বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, অগ্রগতি সংস্থার পি.সি অক্ষয় কুমার, পি.এফ কামরুন নাহার, ফিংড়ী ইউপি সচিব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মিজানুর রহমান, আফছার উদ্দীন সরদার, মহাদেব কুমার ঘোষ, আব্দুর রকিব ঢালী, শেখ জাকিরুল হক, মহিলা ইউপি সদস্য আছিয়া খাতুন, নাছিমা পারভীন, সাবেক ছাত্রলীগ নেতা আলামিন রোকন প্রমুখ।
9,110,929 total views, 15,068 views today