ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় প্রভিটা লিমিটেড ও প্রগতি হাউজের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) ১০ রমজান শহরের চায়না বাংলা রেস্টুরেন্টে প্রগতি হাউজের সত্ত্বাধিকারী এস.এম কবীর হুসাইনের সৌজন্যে ও বিশিষ্ট ফিড ব্যবসায়ী এস.এম কবীর হোসেন মিলন’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, প্রভিটা গ্রুপের ডিজিএম মো. আনোয়ারুল হুদা, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, সাতক্ষীরা দিবা নৈশ কলেজের অধ্যক্ষ এস.এম সফিকুজ্জামান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মাওলানা মো. মনিরুজ্জামান।