পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া সীমান্তবর্তী কোমরপুরে র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ বিপুল হোসেন (২১) নামে একজনকে আটক করেছে।
মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে কোমরপুরের শাঁখরা বাজারগামী সড়ক থেকে র্যাব-৬ এর ডিএডি হারুন আহম্মেদের নেতৃত্বে তাকে আটক করা হয়।
আটককৃত বিপুল হোসেন সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার রজব আলী সরদারের ছেলে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা (নং-১০) দায়ের করা হয়েছে।