Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটায় বোরকা বাহিনী আতংকে মানুষ! প্রশাসন বলছে গুজব

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় সন্ধ্যা হলেই বোরকা বাহিনীর অজানা আতংকে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। সম্প্রতি সন্ধ্যা পরেই বোরকা বাহিনী, ছেলেধরা, অজ্ঞান পার্টি, মলমপার্টি, রোহিঙ্গা বাহিনী, চোর, ডাকাতসহ বিভিন্ন ধরণের বাহিনীর আতংক বিরাজ করছে এলাকায়। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এটা গুজব।
জানা যায়, বেশ কয়েকদিন ধরে পাটকেলঘাটাসহ আশপাশের এলাকাগুলোতে সন্ধ্যার পরে গ্রামবাসী লাঠি নিয়ে পাহারা দিচ্ছে। তাদের দাবি বেশ কিছুদিন ধরে অপরিচিত কিছু মানুষের আনাগোনা লক্ষ্য করা গেছে। বেশীর ভাগ অপরিচিত লোক দলবদ্ধভাবে বোরখা পরে চলাচল করায় আতংক বিরাজ করছে।
জানা গেছে, বড়বিলা, পুটিয়াখালী, লালচন্দ্রপুর, সরুলিয়া, সেনেরগাতি, কুটিঘাটা, বাইগুনি, চৌগাছা, সারসা, রাজেন্দ্রপুর, জুজখোলা, পারকুমিরা, পাটকেলঘাটা, কুমিরা গ্রাম থেকে বেশ কয়েকজন ছোট বাচ্চাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়েছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে চরম আতংক বিরাজ করছে। অধিকাংশ অভিভাবক তাদের বাচ্চাদের একা বাইরে বের হতে দিচ্ছে না। বেশীরভাগ এলাকার মানুষ না ঘুমিয়ে অজানা আতংকে নির্ঘুম রাত পার করছে। এজন্য বেশ কিছু এলাকায় রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
পাটকেলঘাটার মনজুরুল, নাজমুন নাহার, কুমিরা গ্রামের মফিদুল ইসলাম, পুটিয়াখালীর আনারুল ইসলাম, সারসা গ্রামের তুহিন হোসেন, সরুলিয়া গ্রামের রবিউল ইসলাম, উত্তম ঘোষ, রাজেন্দ্রপুর গ্রামের শিপন কুমার ঘোষ, বাইগুনি গ্রামের মিন্টু হোসেন, শম্পা রানী, পারকুমিরা গ্রামের সঞ্জিত কাশ্যপী, পলি কাশ্যপী, সেনেরগাতীর আশরাফ আলী, বড়বিলা গ্রামের আব্দুল্লাহ খান, রাঘবকাটী গ্রামের সবুজসহ আরো অনেকে জানান, তারা সকলেই এ ধরণের কথা শুনেছেন। তবে চোখে দেখেন নি। তাদের ধারণা এগুলো গুজব হতে পারে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, এ ধরণের গুজবে প্রশাসনের লোকও নাজেহাল হচ্ছে। বাস্তবে এই তথ্যের কোন ভিত্তি নেই। এ ধরণের গুজবে আতংকগ্রস্ত না হওয়ার জন্য এলাকাবাসীকে আহ্বান জানান তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version