নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১ মে) বিকেলে পুরাতন আইনজীবী ভবনে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।
নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সুধাংশু শেখর সরকার, প্রকৌশলী আবেদুর রহমান, অ্যাডভোকেট ওসমান গণি, নিত্যানন্দ সরকার, ওবায়েদুস সুলতান বাবলু, স্বপন কুমার শীল, রাশেদুজ্জামান রাশি, পলাশ রহমান, সম তুহিন, আমির হোসেন খান চৌধুরী, অহিদুজ্জামান টিটু, রওনক বাসার, লোদী ইকবাল, এম বেলাল হোসাইন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে অ্যাড. ফাহিমুল হক কিসলুকে সভাপতি ও হাফিজুর রহমান মাসুম কে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি