মে ৬, ২০১৯
নলতায় একসাথে ইফতার করবে দশ হাজার মানুষ
![]() আশরাফুল ইসলাম, নলতা (কালিগঞ্জ): পবিত্র কাবা শরীফের পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার মাহফিলের আয়োজন করা হয় কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে। এখানে একসাথে ইফতার করেন প্রায় ছয় হাজার মানুষ। আশেপাশের আরও চার হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। বরাবরের মতো এবারও এই আয়োজন থাকছে নলতা শরীফে। 9,114,759 total views, 1,723 views today |
|
|
|