‘বিকেল বেলা বহু পথ পাড়ি দিয়ে
বড় জামতলার স্নীগ্ধ পাখনীড়ে
তোমার আমার হয়েছিল দেখা
বাইপাসের ধারে বিলে অথৈ জলে সেদিন-
পদ্মফুলের ভিতর জ্যোৎনার আভা পড়েছিল
তুমি খেয়াল করেছিলে সেটা,
পরে আমাকে জানিয়েছিলে।
হালকা বৃষ্টির ছিটেফোঁটা
দুজনকে ভিজিয়ে দিয়েছিল
আর, মেঘকে ঘুমের সাগর থেকে জাগিয়েছিল।
তোমার কমলা পাড়ের ওড়না
এখনও আমার চোখে বাঁধা রয়েছে যেন,
তোমার সেই স্মৃতিগুলো আজও আছে
হৃদয়ের কোটরে-
শুধু, তুমি আজ এই পৃথিবীতে নেই’।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/