দেবহাটা প্রতিনিধি: ‘মর্যাদা ও অধিকার, স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি সেবায় অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফের সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান খাঁন, ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ আবু হুসাইন, মেডিকেল অফিসার ডা. বিপ্লব মন্ডল, মেডিকেল অফিসার শেখ তানভির হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পারুলিয়া শাখার জেপিও পল হাজরা, সিএফ ফাতিমাতুজ জাকিয়া রানী, ইউপিজিএফ ইমরান খাঁন, মোস্তফা জামাল, সিএফ নাজমুস সাকিব প্রমুখ।