ডেস্ক রিপোর্ট: ঘূর্ণিঝড় ফণী থেকে রক্ষা পেতে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ফণীর কবল থেকে যেন দেশবাসী রক্ষা পায় সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন ধর্মপ্রাণ মানুষেরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রতি এ আহ্বান জানিয়েছেন বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। লন্ডন সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের মাধ্যমে দেশবাসীর প্রতি এ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।