Site icon suprovatsatkhira.com

তিয়াসায় মিটে পিপাসা : জুলকার নাঈম

পথিক আমি ভবঘুরে
মন পাখি চলেছে উড়ে।
বাহারি রঙের ইচ্ছে সুতোয়
স্বপ্ন বুনেছি হাজারো নকশায়।
কখনো বা নীল সুতার বুনন
নীল পরীর রঙিন ডানার মতন।
কোন এক স্বপ্নের মোড়ে দাঁড়িয়ে
প্রতীক্ষায় থেকেছি হাত বড়িয়ে।
খরা ধরা এই পিপাসায়
মিটেছে আজি তিয়াসায়।
চোখ মোর জুড়ায়েছে
যখনই সে প্রথম সামনে এসেছে।
এলো কুন্তলে করিছে খেলা
বাতাসে যেন বাবুই বাসার দোলা।
দুধে-হলুদে মিশিয়া
গায়ের বরণ হলুদিয়া।
অস্থির ঢেউ লাগা সে নেত্র
প্রশান্ত থেকে উঠে আসা ¯্রােত মাত্র।
বাঁকা চাঁদে কাটা সুপারি
রঙে ওষ্ঠ বাহারি।
নথে সাজানো নসিকা,
অবয়বে যেন রাঁধিকা।
বাঁধ ভাঙা অলুক হাসি
বাঁজে মন্ত্রমুগ্ধ কোন বাঁশি।
সুন্দরের বাগিচার হৃদ-কোঠায়
তিয়াসা, হবে কি মোর ঠাই?

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version