Site icon suprovatsatkhira.com

তালায় ভেলিডেশন ট্রায়াল প্রযুক্তির মাঠ দিবস

তালা প্রতিনিধি: তালায় এনএটিপি-২ প্রকল্পের ভেলিডেশন ট্রায়াল প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মে) বারুইহাটি গ্রামে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এর আওতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে মাঠদিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলার কৃষি স¤প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্রি ধান ৫৮ এর জীবনকাল ব্রি ধান ২৮ এর চাইতে ১০ থেকে ১২ দিন বেশি হলেও বিঘা প্রতি গড় ফলন বেশি হওয়ায় এই জাত চাষ কৃষকের জন্য লাভজনক। ফলাফলে দেখা গেছে ব্রি ধান ৫৮ এর বিঘা প্রতি ফলন ২৬ মন এবং ব্রি ধান ২৮ এর ক্ষেত্রে ফলন ২১ মন।
আরও বক্তব্য রাখেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, শেখ আবু জাফর ও উপসহকারী কৃষি কর্মকর্তা সুধা রানী জোদ্দার।
প্রসঙ্গত, কৃষক আবুল হোসেন মোড়লের জমিতে ব্রি ধান ৫৮ এবং ব্রি ধান ২৮ এর তুলনামূলক ফলন বিবেচনার উদ্দেশ্যে জাত দুটি চাষ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version