শ্যামনগর প্রতিনিধি: ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহিনুর আক্তার তানিয়াকে হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের সমন্বয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধনে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্বাস্থ্য সেবী, নার্স, স্বাস্থ্য সহকারী, হাসপাতালের অন্যান্য সেকশনের স্বাস্থ্য কর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে তারা অবিলম্বে তানিয়ার খুনি ধর্ষকদের ফাঁসির দাবি জানান।
9,124,015 total views, 10,979 views today