ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণী পূর্বপাড়া গ্রামে এক কৃষকের সাথে প্রতিবেশীর পূর্বের শত্রুতার জের ধরে বাড়িঘর ভাংচুর ও দখলের অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনার জেরে যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণী গ্রামের মৃত ইয়াছিন মোড়লের ছেলে হুসাইন মোহাম্মদ (৪৫) একই গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে মিজানুর রহমান (৪০), আবু তালেবের ছেলে মো. মিন্টু (৩৮), মিন্টুর স্ত্রী শিল্পী খাতুন (২৮), হাবিবুর রহমানের স্ত্রী শিউলী খাতুন (৪৫), মিজানুর রহমানের স্ত্রী মমতাজ বেগম (৩৫), মখলেচুরের ছেলে সাকিব হোসেন (১৮), হাবিবুর রহমানের ছেলে সুজন (৩০) কে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার বিবারণীতে উল্লেখ আছে, আসামিদের সাথে বাদীর পূর্বশত্রুতার জের ধরে প্রায়ই বাদীকে খুন-জখমসহ বাড়ী থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হতো। ১২ এপ্রিল দুপুর ১২টায় বাদীর বাড়ির উপর আসামিরা লাঠি-সোঠা, লোহার রড, গাছি, দাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসে। ঘর থেকে হুসাইন মোহাম্মদ বের হয়ে উঠানে আসলে সকল আসামি বাদীকে কিল-ঘুষি মারে। বাদী বাধ্য হইয়া পাশের বাড়িতে আশ্রয় নেন। এসময় আসামিরা সর্বমোট ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং ১ লক্ষ ৪ হাজার টাকার মালামাল নিয়ে যায় ও ঘরে তালা মেরে দেয়। পরবর্তীতে বাদী জীবনের ভয়ে তার শ্বশুর বাড়ীতে আশ্রয় নেয়। ঘটনার বিষয়ে এলাকায় মিমাংসায় করতে ব্যর্থ হয়ে সুবিচার পাওয়ার আশায় আদালতে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত ধারা সমূহ- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৪১/৩৭৯/৪২৭/৫০৬ (খ) দ. বি.। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক এসআই সিকদার রাকিব উদ্দিনকে মামলার সততা যাচাইপূর্বক আদালতের প্রতিবেদন পাঠাতে নির্দেশ দিয়েছেন। উল্লেখিত মামলার বিষয়ে থানার এসআই সিকদার রাকিব উদ্দিনের নিকট জানতে চাইলে বলেন তিনি বলেন মামলার বিষয়টি আমার নিকট তদন্তে আছে। আমি ক্রমাগতই বিষয়টি নিয়ে কাজ করে চলেছি। আশা করি খুব শীঘ্রই আদালতে প্রতিবেদন পাঠাতে পারবো।
ঝিকরগাছায় শত্রুতার জের ধরে কৃষকের বাড়িঘর ভাংচুর ও দখল, মামলা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/