Site icon suprovatsatkhira.com

ঝিকরগাছায় নতুন গুজবের নাম ‘ছেলেধরা রোহিঙ্গা’

ইমামুল হোসেন, ঝিকরগাছা (যশোর): সম্প্রতি ঝিকরগাছার বিভিন্ন গ্রাম থেকে শিশু অপহরণকারী সন্দেহে এবং রোহিঙ্গা মনে করে বেশ কয়েকজন নারী-পুরুষকে গ্রামবাসী এলোপাতাড়ি মারধর বা গণধোলাই দিয়েছে বলে খবর পাওয়া গেছে। কিন্তু এক সপ্তাহের মধ্যে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে কোন স্থান হতে শিশু অপহরণের তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে উপজেলা ও পৌর সদরে ছেলেধরা গুজব বিরাজ করছে। ছেলে ধরার আতংকে রাত জেগে পাহারা দিচ্ছে স্থানীয় গ্রামবাসী। কয়েকজনকে ছেলে ধরা হিসেবে সন্দেহ করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। তবে বিষয়টি গুজব বলে প্রমাণিত হয়েছে। কোন সুবিধাবাদী মহল ছেলে ধরা রোহিঙ্গা নামক গুজব ছড়িয়ে ফায়দা হাসিল করতে চাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে এসবের কোন সত্যতা নেই দাবি করে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, বিভিন্ন স্থানে এসব মস্তিস্ক বিকৃত প্রতিবন্ধী লোক দেখে গ্রামবাসী শিশু অপহরণকারী ভেবে আটকিয়ে থানায় খবর দিচ্ছে। কিন্তু আমরা এ পর্যন্ত যে কয় জনকে থানায় এনেছি তাদের সবাইকে দেখা গেছে প্রতিবন্ধী, কেউ ঠিক করে কথা বলতে পারে না। তাদের কথায় কিছুটা ভারতীয় টান আছে বলে আমার মনে হয়।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, গুজবে কোন প্রকার কান দেবেন না। যদি আপনাদের কোন প্রকার সন্দেহ হয় তাহলে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহতি করুন। তাহলে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারবো। তবে আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version