আসন্ন ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাতক্ষীরা সদর আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণী সাতক্ষীরায় আঘাত আনার সমূহ সম্ভাবনা রয়েছে। এ জন্য জানমালের ক্ষয়ক্ষতি রক্ষায় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সর্বসাধারণকে সর্তক থেকে তা মোকাবেলা করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি