সবুজ শ্যামল গাও মোরে।
বয়ে গেছে নদীর ধারে।।
আঁচল দিয়া ধরেছি মাছ।
আমরা নদীতে গিয়ে,
করেছি খেলা হয়েছে ভোলা।
আমার গ্রামের পথে গিয়া,
ঘুরেছি তার পথে পথে।
পারিব কি ফিরে যেতে।।
শিশুকালের খোলামেলায়
বড় হয়ে ঘুরে বেড়ায়।।
শহরের পথ চিনি নাই।
তবুও আমি হাল ছাড়ি নাই।।
চলতে গিয়ে পথ হারায়।
যদিও থাকি কাজের আশায়।।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/