মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): তালার খেশরা ইউনিয়নের পশ্চিম খেশরা গ্রামের চারটি পানের বরজ আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো কয়েকটি পানের বরজ। এতে ক্ষতির পরিমান প্রায় আট লাখ টাকার অধিক হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পানচাষীরা।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। কয়েকটি বরজের জমি পাশাপাশি থাকায় তা দ্রুত অন্য বরজ গুলোতে ছড়িয়ে পড়ে। ৫-৬ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুণে পান চাষী রবিউল মোড়ল, ইনতাজ মোড়ল, গোবিন্দ বিশ্বাস ও বিকাশ বিশ্বাসের পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শত্রুতা করে কেউ একাজ করেছে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।