কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলা পরিষদের অর্থায়নে কেশবপুর সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্দী বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (২২ মে) এ্যাড. মিলন মিত্রের সভাপতিত্বে ও উজ্জ্বল কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, যশোর জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক অসীত মোদক, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, আওয়ামী লীগনেতা আলতাফ হোসেন বিশ্বাস প্রমুখ।