কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে উপজেলা মৎস্য চাষী কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুরে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মৎস্য চাষী কল্যাণ সমিতির সভাপতি স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক মহসীন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্য চাষী কল্যাণ সমিতির সহ-সভাপতি সাংবাদিক আজিজুর রহমান, কামরুল বিশ্বাস, সেলিমুজ্জামান আসাদ, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম বুলু, কোষাধ্যক্ষ কেরামত গাজী, সুলতান হোসেন, শংকর পাল, আলতাফ হোসেন প্রমুখ।
8,563,578 total views, 2,283 views today