Site icon suprovatsatkhira.com

কেশবপুরে জীবনের নিরাপত্তা চেয়ে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক অসহায় পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলা প্রেসক্লাবে ভালুকঘর গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে ইমাম উদ্দীন দপ্তরী এই সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ও আমার পাশে ছোট বোন পৈত্রিক বসত ভিটায় বসবাস করি। আমার তিন ছেলে ও দুই মেয়ে বড় হওয়ার কারণে ঘর ভেঙ্গে বাড়তি নতুন ঘর নির্মাণের উদ্যোগে নিলে পাশের প্রতিবেশী আবু দপ্তরীর ছেলে গ্রামীণ ব্যাংকে কর্মরত গোলাম মোস্তফার কুনজর পড়ে আমাদের ভিটার উপর। আমাদের ভিটা ছাড়া করার জন্য নাশকতা মামলাসহ একাধিক মামলার আসামি ইউপি সদস্য আজিজুর রহমানের সাথে মোটা অংকের টাকা লেনদেন করে। টাকা পেয়ে আজিজুর রহমান আমার বোনকে ভুল বুঝিয়ে নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে। যেটি তাৎক্ষণিক ভাবে লিখিত আকারে থানা পুলিশকে জানানো হলে তারা আরো বেপরোয়া হয়ে ওঠে। তারা সংঘবদ্ধভাবে আমার বাড়িতে ঢুকে মারপিট করে এবং জীবনে বেঁচে থাকতে হলে এলাকা ছেড়ে চলে যেতে বলে। আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে থানায় অভিযোগ করলে থানা পুলিশকে ভুল বুঝিয়ে মিমাংসার দায়িত্ব নেন ইউপি সদস্য আজিজুর রহমান। এরপর ১৫-২০ দিন অব্যাহতভাবে বাড়িতে যেয়ে আজিজুর ও তার লোকজন আমাদের মারধরসহ প্রাণনাশের হুমকি দিতে থাকে। এক পর্যায়ে গত ১০ মে তারা আমার বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়। আমি আমার পরিবার নিয়ে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছি। এদিকে, গত ১৩ মে আমার মাকে বাদী করে ভরনপোষণ না দেওয়া ও মারপিটের মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে ইমাম উদ্দীন দপ্তরী বিভিন্নমহলের নিকট তাঁর পরিবারের জীবনের নিরাপত্তার দাবি জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version