দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ার গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমায় চন্দ্রের বিরুদ্ধে সড়ক ও জনপদ বিভাগের গাছ কাটার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুলিয়া নতুন বাজার সংলগ্ন এলাকায় ব্যক্তিগতভাবে ৪তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করছেন ওই শিক্ষক। ইতোমধ্যে ঐ ভবনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। কিন্তু ঐ ভবনের সামনের অংশে ডাক্তার স্বপন কুমারের চেম্বার পাশর্^বর্তী সড়ক জনপদ বিভাগের গাছ কাটার চেষ্টা চালান নিমাই চন্দ্র। গাছটির কিছু অংশ কেটে ফেলার একপর্যায়ে স্থানীয়দের বাধায় গাছ কাটা বন্ধ হয়ে যায়। এমনকি নিমাই চন্দ্র স্থানীয়দের গালিগালাজ করতে করতে চলে যায়। এবিষয়ে শিক্ষক নিমাই চন্দ্র বিষয়টির সত্যতা শিকার করে বলেন, আমার ক্ষতি হচ্ছে তাই কেটেছি।