শ্যামনগর প্রতিনিধি: উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ উন্নয়নে ২য় চক্রের স্বপ্ন প্রকল্পের কর্মীদের কাজ শেষ হয়েছে। রোববার (১২ মে) সকাল ১০টায় এ উপলক্ষ্যে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সওকত হোসেন, কাশিমাড়ী ইউপি সচিব মো. আব্দুস সবুর, ইউপি সদস্য রওশানারা বীথি, ইউপি সদস্য রাজগুল সরদার প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে সুশীলনের স্বপ্ন প্রকল্পের পক্ষ থেকে কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন স্বপ্ন প্রকল্পের ইউনিয়ন ওয়ার্কার রোজিনা আকতার।