শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ীর গোবিন্দপুর চৌধুরী পাড়া রাস্তায় রাতারাতি সরকারি গাছ কর্তন করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানান, সোমবার রাতে গোবিন্দপুর চৌধুরি পাড়া রাস্তায় সরকারিভাবে রোপণকৃত এবং নম্বর সম্বিলিত দুটি রেইন ট্রি/ফুল গাছ মৃত খালেক গাজীর ছেলে আব্দুল হাকি গাজীর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র কেটে নিয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রায় দুই লাখ ৩০ হাজার টাকার গাছ দুটি বিক্রি করেছে তারা। ইতোপূর্বে একই রাস্তার আরও দুটি গাছ কেটে বিক্রি করে তারা। কিন্তু স্থানীয় ভূমি কর্মকর্তাকে বিষয়টি জানালেও গুরুত্ব দেননি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।