ডেক্স রিপোর্ট: কালিগঞ্জে বিশ্ব স্বাস্থ্যকর মাসিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নারী কন্ঠ উন্নয়ন সংস্থা কিশোরী প্রজেক্টের আওতায় দিবসটি পালিত হয়। দিবসের কর্মসূচীতে উপস্থিত ছিলেন কালিগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়েবুর রহমান, সমাজসেবা অফিসার জেসিয়া জামান, কিশোরী প্রজেক্টের ফিল্ড কো-অডিনেটর খুদিস্তা কমরিয়া বানু শাপলা, কো-অডিনেটর মুজিবর রহমান, উপজেলা সুপার ভাইজার নজিফা খাতুন, কমিউনিটি মবিলাইজার সুবর্ণা পারভীনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, প্রতিবন্ধী শিশুদের অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।