মে ১৪, ২০১৯
কালিগঞ্জ থানার এসআই মনির তরফদারের বিচার চেয়ে তিন নারীর সংবাদ সম্মেলন
![]() ডেস্ক রিপোর্ট: ‘বয়সে আমরা তার মা অথবা বোনের সমান। গরিব হলেও তো আমাদের সামাজিক মান মর্যাদা আছে। একজন পুলিশ কর্মকর্তা কোন বিবেকে আমাদের অসভ্য অশালীন ভাষায় গালিগালাজ করতে পারে? কালিগঞ্জ থানার এসআই মনির তরফদারের বিচার চেয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এভাবেই প্রশ্ন ছুড়ে দেন তিন নারী। 9,123,936 total views, 10,900 views today |
|
|
|