কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র হাসানুজ্জামান (১৪) আত্মহত্যা করেছে। সে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ মে) দুপুর ২টার দিকে হাসানুজ্জামান তার মায়ের উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা হাসানুজ্জামানের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে উপ-পরিদর্শক আল মামুদ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ ব্যাপারে কারও কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।