কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ মোসলেম আলীর অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
বৃহস্পতিবার (৯ মে) সকালে তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে প্রথমে শহিদ মোসলেম আলীর কবর জিয়ারত করেন। পরবর্তীতে তিনি শহীদ মোসলেম আলীর স্ত্রী আফরোজা সুলতানার সাথে সাক্ষাত করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় তিনি যে কোন প্রয়োজনে তার পাশে থাকার আশ্বাস দেন।
প্রসঙ্গত, গত ১ মে মঙ্গলবার রাতে আফরোজা সুলতানা নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন।