আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাদাকাটি কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে পানি উত্তোলনের বৈদ্যুতিক পাম্প, ২টি সিলিং ফ্যান, ১টি ওয়েট মেশিন ও প্রায় ১০ হাজার টাকার ঔষধ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ক্লিনিকের সিএইচসিপি সেলিম রেজা জানান, মঙ্গলবার ডিউটি শেষে ক্লিনিকের দরজায় তালা লাগিয়ে বাড়িতে চলে যাই। বুধবার সকালে ক্লিনিকে এসে দেখি দরোজার তালা ভাঙা। এরপর ভিতরে ঢুকে দেখতে পাই ক্লিনিকের মধ্যে বসানো পানি উত্তোলনের বৈদ্যুতিক পাম্প, ২টি সিলিং ফ্যান, ১টি ওয়েট মেশিন ও প্রায় ১০ হাজার টাকার ঔষধ কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।