আমার একটা ভাইয়া আছে,
সোহাগ তার নাম,
তার জন্য পাত্রী খুজতে,
ঘাটছি যে আ্যালবাম।
ভাইয়া আমার সরল সিধা,
কোনো কাজে দেয় না বাধা,
মেয়ে দেখলেই বোকা বালক,
পাত্রীর দিকে দেয়না পলক।
ভাইয়া আমার সুন্দর বড়ই,
কথাবার্তাও তেমনি চড়ই,
দেশের কল্যাণে পড়েছে বাধা,
করছে যে সাংবাদিকতা।
ভাইয়া আমার নম্র ভদ্র,
মিথ্যের বিরুদ্ধে হয় কাল রুদ্র,
স্বভাবে সে বড়ই লাজুক,
ভাব বিনিময়ে কমটি তার,
নয় যে সে মিশুক।
পাত্রী খুঁজতে পারবে না সে,
আমাকেই দায়িত্ব দিয়েছে,
ভাবি খুজো তুমি পারলে,
নিয়ে আসবো পালকিতে।
পাত্রী খুজতে বেরিয়েছি তাই,
মেয়ে যে আমি খুজবো ভাই,
যেমনি হবে গুণবতি,
তেমনি হবে রূপের জ্যোতি।
যেমনি হবে পরহেজগার,
ধৈর্য শক্তি পূর্ণি যার,
যেমনি হবে মার্জিত,
ভদ্র স্বভাব বেষ্টিত।
যেমনি হবে চলন বলন,
তেমনি হবে কথার ধরণ,
যেমনি হবে সদাচরণ,
তেমনি করবে নিয়ম পালন।
আধুনিকতায়ও কমটি নয়,
অভিযোজন ক্ষমতায় দৃপ্ত বলয়,
এমন পাত্রী খুজছি আমি,
করবো যে মোর প্রাণের সখা ভাবি।
কবিতা: ভাবি খোঁজার দায়িত্ব আমার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/