আমাদের দুধ রঙা জলের নদীটি চুরি হয়ে গেছে
এখন কেবল শ্মশান, খরা ও গ্রীষ্ম।
এই যে এখানে প্রাণের নিরুত্তাপ-অশ্লেষ
বিলাপের পিয়ালা,
তেমন আর দায়হীনতার কিছু নেই
তলাহীন জুতোয় হামাগুড়ি পা।
কত পথ যে গুনে রাখা হয়ে গেছে ¯্রােতে;
হবে না, হবে না বকুলের মা
মন যে উপুড় হয়ে গেছে শূন্য কলসির মত।
বাঁশের ছায়া দিয়ে কি আর সাঁকো হয়?
কেবল সুখহীন পাখিরাই জানে
পোড়া ইটেরও আছে জীবন এক নিজস্ব।
অথচ বেড়েছে কলঙ্কের ভার।
গলায় কাটা নিয়ে দাঁড়িয়ে আছে মৃত বক।
এই উষ্ণে মন-নদী শুকিয়ে চৌচির
পাড়ের বালু কেটে পাহাড় বানায় ছুরি মন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/