আমি আর জনমে চড়ুই পাখি হব
চিলে কৌঠায় ঘর বাধিব,
গাছের ডালে বসিয়া
টুইট টুইট গান গাইব,
সেই গান শুনিয়া কিশোরীর কাননে
নানা রঙ্গের ফুল ফুটিবে,
মৌয়েরা চারিপাশে মৌ মৌ করিবে
দেখে দেখে মন ভরাব
আমি আর জনমে চড়ুই পাখি হব।।
প্রিয়ার ঠোটে ঠোট রেখে
প্রেম সূধা পান করিব,
আর দেখে ফেলে ঐ ফুলের সুভাসেরা
সারা বদনে ঝরে পড়বে,
তারপর দু’জনে যাব বেরিয়ে অন্ন সন্ধানে
উত্তর পুরুষ আসবে ঘরে মধুর মোদের বন্ধনে,
সুখের অনন্ত রাজ্যে দু’জনে ঘুরে বেড়াব,
আমি আর জনমে চড়ুই পাখি হব।
আমি আর জনমে চড়ুই পাখি হব
গৃহস্থের চাতালে বিছানো ধানে বসব
বালক-বালিকার চক্ষু-আড়ালে বসে
শূন্য উদরে দুটি দানা দেব,
আর সুখের আবেশে উড়ে
প্রিয়ার ঠোটে ঠোট রাখব,
ভালবেসে বারে বারে প্রিয়ার সাথে
সমাগত হব,
আমি আর জনমে চড়ুই পাখি হব।।
দুপুরের রোদে ফসলের মাঠে
সোনামনিদের আধার যোগাব,
প্রিয়ার সাথে শ্রম ভাগাভাগি করে নেব,
আর অবসরে বসে ঘাসের উপরে
দু’জন দু’জনার ঘাম মোছাব,
আমি আর জনমে চড়ুই পাখি হব।
কবিতা: চড়ুই পাখি হব
https://www.facebook.com/dailysuprovatsatkhira/