Site icon suprovatsatkhira.com

কপিলমুনিতে উন্মুক্ত বাজেট সভা

কপিলমুনি প্রতিনিধি: কপিলমুনি ইউনিয়ন পরিষদে ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মে) বিকেলে মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কপিলমুনি ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হরে কৃষ্ণ দাশ, কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা।
এসময় ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক বাজেট পেশ করেন কপিলমুনি ইউনিয়ন পরিষদের সচিব মো. আ. গনি গাজী। চলিত বছরসহ আগামী বছরের জন্য রাজস্ব থেকে প্রাপ্তি ৪১ লাখ ৮৭ হাজার ৫২৫ টাকা, খরচ ধরা হয়েছে ৩৭ লাখ ৭০ হাজার ৮০০ টাকা, সমাপনী স্থিতি ৪ লাখ ১৬ হাজার ৭২৫ টাকা। উন্নয়ন খাতে প্রাপ্তি দেখানো হয়েছে ৩ কোটি ৬৪ লাখ ৪০ হাজার ৯০০ টাকা, খরচ ৩ কোটি ৬৪ লাখ ২৭ হাজার ৪০০ টাকা, সমাপনী স্থিতি ১৩ হাজার ৫০০ টাকা।
সর্বমোট প্রাপ্তি ৪ কোটি ৬ লাখ ২৮ হাজার ৪২৫ টাকা, খরচ ৪ কোটি ১ লাখ ৯৮ হাজার ২০০ টাকা ও সমাপনী স্থিতি ৪ লাখ ৩০ হাজার ২২৫ টাকা বাজেট পেশ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version