ডেস্ক রিপোর্ট: পহেলা রমজান এতিম শিশুদের সাথে ইফতার করেছেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।
মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় পুলিশ সুপারের বাসভবনে শতাধিক এতিম ও দুস্থ শিশুকে নিয়ে ইফতার করেন তিনি। পরে তাদের সাথে নৈশ্যভোজে অংশগ্রহণ করেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার মো. জিয়াউর রহমান, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির, জেলা বিশেষ শাখার পরিদর্শক আজম খান, জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলী আহমেদ হাশেমী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।