মে ২৬, ২০১৯
ঈদে গাউনে ঝুঁকছে তরুণীরা
![]() আরিফুল ইসলাম রোহিত: ঈদের আনন্দ যেন নতুন পোশাকেই। আর তাই রোজার ঈদকে ঘিরে বেশ আগে থেকেই পোশাক নিয়ে পরিকল্পনা করতে থাকেন সবাই। তবে, মেয়েদের ক্ষেত্রে একটু ভিন্নতা তো থাকেই। এবারের ঈদে নানা রঙ, ডিজাইন আর বৈচিত্র্যে তৈরি হয়েছে মেয়েদের নতুন সব পোশাক। ঈদকে সামনে রেখে এরই মধ্যে রকমারি পোশাকের পসরায় সেজেছে সাতক্ষীরা শহরের শপিং সেন্টার আর বিক্রয় প্রতিষ্ঠানগুলো। যদিও গত বছরের তুলনায় খুব একটা পরিবর্তন আসেনি এবারের ঈদের পোশাকে। তবুও আগ্রহের কমতি নেই ক্রেতাদের। 9,098,873 total views, 3,012 views today |
|
|
|