আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে যক্ষ্মা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় ব্র্যাক এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। ওরিয়েন্টেশনে গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক ও ইমামবৃন্দের অংশগ্রহণে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যানার্জী, ব্র্যাকের উপজেলা ম্যানেজার (টি.বি) কামরুজ্জামান, টিএলসি শেখ আজহারুল ইসলাম। কর্মশালায় যক্ষ্মা, যক্ষ্মা চেনার উপায়, যক্ষ্মার চিকিৎসা, যক্ষ্মা কোন ছোঁয়াসে রোগ নয়, যক্ষ্মার চিকিৎসা খরচ সম্পূর্ণ সরকারের, ব্র্যাক কর্মীদের সহায়তায় রোগীদের চিকিৎসা প্রদান করা হয় ইত্যাদি তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।