Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ন্যায্য মূল্যে ধান-চাউল ক্রয় উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সরকারিভাবে ন্যায্যমূল্যে খাদ্যশস্য (ধান ও চাউল) ক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা উপস্থিত থেকে আশাশুনি খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, পিআইও সোহাগ খান, ওসি এলএসডি (আশাশুনি) আলতাফ হোসেন, ওসি এলএসডি (বড়দল) আরশাফ আলিসহ জনপ্রতিনিধিবৃন্দ।
এ সময় জানানো হয়, আশাশুনি উপজেলায় সরকারিভাবে চলতি বছরে ২৬ টাকা কেজি দরে ২১২ মেট্রিক টন ধান, ৩৬ টাকা কেজি দরে ৪৮৮ মেট্রিক টন সিদ্ধ চাউল ও ৩৫ টাকা কেজি দরে ১০০ মেট্রিক টন আতপ চাউল ক্রয় করা হবে। ৩১ আগস্ট পর্যন্ত এই ক্রয় কার্যক্রম চলবে। এজন্য ইতোমধ্যে সকল ইউনিয়নের কৃষক ধান চাষী ও মিলারদের নামের তালিকা করা হয়েছে। এসব কৃষক ধানচাষী ও মিলারদের নিকট থেকে নির্ধারিত মূল্যে ধান ও চাউল ক্রয় করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version