সমীর রায়, প্রতিনিধি: আশাশুনিতে ইয়াবা বিক্রেতা মালেকসহ পৃথক মামলায় আরো দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, রোববার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে হোসেনপুর গ্রাম থেকে ইয়াবা বিক্রির সময় খরিয়াটি গ্রামের মৃত আছের খাঁর ছেলে আব্দুল মালেক (৪২) কে হাতেনাতে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে বিশ পিস্ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মালেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া শনিবার (১১ মে) রাতে পৃথক দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দরগাহপুর গ্রামের শেখ হাবিবুর রহমান ও রাজাপুর গ্রামের মোক্তার মোড়লকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।